সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রামপালে দণ্ডপ্রাপ্ত আসামিসহ চারজন আটক 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে দণ্ডপ্রাপ্ত আসামিসহ চারজন আটক 

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে আটক করেছে। 

আটকদের সোমবার (৭ আগস্ট) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানা পু্লিশ গত রোববার উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

আটকরা হলেন, উপজেলার খেজুরমহল গ্রামের ফারুক হাওলাদারের পুত্র জিআর মামলার আসামি ছবদার হাওলাদার ও একই গ্রামের জানউদ্দিন হাওলাদারের পুত্র ফারুক হাওলাদার, কাষ্টবাড়িয়া গ্রামের মশির উদ্দিনের পুত্র অর্থঋণ জারি মামলার আসামি মো. আফসার উদ্দিন ও চাঁদপুর গ্রামের আ. রশিদ মোল্লার পুত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাও. আজিজুল হক মোল্লা। 

সাজাপ্রাপ্ত ও পরোয়ানার ৪ আসামিকে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি জানিয়েছেন রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম।

টিএইচ